অনলাইন নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে বাসার ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে রামেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আবু আস সাদ (আতিক) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আতিক (৮) মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও মহাদেবপুর কলোনীপাড়ার মিনহাজুল ইসলাম মিলনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে শিশু আতিক তাদের বাসার ছাদে খেলছিল। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। দীর্ঘ সময় পর রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে দেখতে পান।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রামেকে রেফার্ড করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।