কি সুখবর দিলেন কঙ্গনা রানাওয়াত?

অনলাইন নিউজ ডেস্ক:  বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়ান তিনি। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘এমার্জেন্সি’ -এর জন্য তথ্য বিকৃতির অভিযোগ, প্রাণনাশের হুমকিসহ একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এসব বির্তকের মাঝে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সিনেমা প্রেমীদের সুখবর দিলেন তিনি। 

‘এমার্জেন্সি’ সিনেমা নিয়ে প্রবল আপত্তি ছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র। ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শিরোমণি অকালি দলের পক্ষ থেকেও আপত্তি ওঠে। সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ছবি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

কঙ্গনার ‘এমার্জেন্সি’ ছবি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এই সম্প্রদায় সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। এই অভিযোগে চণ্ডীগড়ের জেলা আদালতে মামলা নথিভুক্ত করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী রবিন্দর সিং বাসসি।

তার জেরে অভিনেত্রী তথা সাংসদকে নোটিশও পাঠানো হয়েছিল। আগস্ট মাসে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তারকা সাংসদ। তবে এবারে সেন্সরের ছাড়পত্র নিয়েই এমার্জেন্সি মুক্তি পাচ্ছে। আগামী বছরের শুরুতে ১৭ জানুয়ারি থেকে সিনেমা হলে দেখা যাবে ‘এমার্জেন্সি’।

সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি কঙ্গনার ‘এমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথমে ২০২৩ সালের অক্টোবর বা নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল।

তা পিছিয়ে রিলিজ ডেট হিসেবে চলতি বছরের ১৪ জুন তারিখটি নিশ্চিত করা হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচনের কারণে আবারও ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *