শেষ মুহূর্তে পাপনের গোল, মালদ্বীপকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উল্লাস। ইনজুরি সময়ে বদলি পাপন সিংয়ের গোলে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বছরের শেষ ম্যাচটি উৎসবে মাতালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এটি ছিল ২০২৪ সালে ফিফা উইন্ডোর শেষ ম্যাচ।

শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ইনজুরি সময়ে পাপন সিং গোলটি করেছেন। সোহেল রানার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আবাহনীর এই মিডফিল্ডার।

৯০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতা ছিল। দর্শক যখন ধরেই নিয়েছিল ম্যাচটি ড্র হতে চলছে, ঠিক তখন পাপন গোল করে গ্যালারি মাতিয়ে দেন। মালদ্বীপের বিপক্ষে ১-১ ম্যাচে সিরিজ ড্র করে ইজ্জ্ত রক্ষা হলো লাল-সবুজ জার্সিধারীদের।

২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে হার ছয়টি ও দু’টি জয়। আট ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইয়ের বাকি চারটি প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভূটানের বিপক্ষে আর একটি জয় হোম ম্যাচে মালদ্বীপে। আট ম্যাচে বাংলাদেশ মাত্র তিনটি গোল করেছে। দুটি গোলই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ ভূটান ও মালদ্বীপ। আজ ম্যাচের দুটি গোল হয়েছে প্রথমার্ধে। মালদ্বীপের চেয়ে বাংলাদেশই বেশি সুযোগ পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *