ধান ভাঙ্গানোর মেশিনে জড়িয়ে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ধান ভাঙ্গানোর মেশিনের ফিতায় জড়িয়ে আজমল (৩৮) নামের যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আজমল বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আফজাল হোসেনের বড় ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, পৌর এলাকার মড়াগাড়ী (সড়কপাড়া) নিজ বাড়িতে নিজের ফসলি জমির ধান ভাঙ্গানোর সময় বৈদ্যুতিক মেশিনের ফিতার সঙ্গে জড়িয়ে যায়, ঘরে থাকা স্ত্রী তা দেখতে পেয়ে দৌড়ে এসে মেশিনটি বন্ধ করে।

স্ত্রীর চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক জানান হাত মুখ এবং বুকের কয়েকটি হাড় ভেঙে গেছে। চিকিৎসা অবস্থায় ২০ নভেম্বর (বুধবার) সকালে তার মৃত্যু হয়।

১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানের সাথে কথা বললে তিনি জানান ঘটনা শুনেছি, ঘটনাটি সত্যিই দুঃখজনক, আজ থেকে চার মাস আগেও তার ছোট ভাই আব্দুল হান্নান সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই শোক না কেটে উঠতেই আজমলের মৃত্যু, সত্যি এ যেন মেনে নেয়ার মত না, পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *