বগুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা এগারোটায় বগুড়া জেলার শেরপুরে, ঢাকা-রংপুর মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন কৃষকরা।
এসময় কৃষকরা বলেন, সিন্ডিকেট ভেঙ্গে সরাসরি প্রান্তিক কৃষকের কাছে আলুর বীজ পৌঁছে দিতে হবে। তাদের অভিযোগ ডিলাররা সিন্ডিকেট করে বেশি দামে বীজ আলু বিক্রি করছে।
কোন কোন ডিলার কয়েক গুণ বেশি দামে বীজ বিক্রি করছে। এসব অসাধু ডিলারদের ডিলারশীপ বাতিল করা সহ, অসাধু ব্যবসায়িদের শাস্তির দাবি করেন তারা।
পরে পুলিশ ও উপজেলা প্রশাসন কৃষকদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন তারা। এঘটনায় উত্তরাঞ্চলের একমাত্র যাতায়াতের গুরুত্বপূর্ণ মহাসড়কে ঘন্টাব্যাপী যানজট সৃষ্টি হয়।