দূর্গাপুরে সরকারি জলাশয় দখলের অভিযোগ

রায়হান ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দূর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়া গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে আফজাল হোসেন,মারফত আলী,তৈয়ব আলী ও রেন্টু সহ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এঘটনায় উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সুত্রে জানা যায়, ডাহার বিলে সরকারি খাস জমি রয়েছে প্রায় ৬২ বিঘা। ওই এলাকার অসহায় কৃষকদের নিজস্ব কোন পুকুর না থাকায় ওই জলশয় থেকে মাছ ধরে তাদের আমিষের চহিদা পূরন করে তারা। বর্তমানে ওই সরকারি জলাশয় লিজ না নিয়েই অবেধভাবে দখল করেছেন অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা। কৃষকরা সেখানে মাছ ধরতে গেলে দেওয়া হচ্ছে হুমকি। তাই কৃষকদের একটাই দাবি জলাশয়টি যেন আগের মতো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয়রা কৃষকরা অভিযোগ করে বলেন, আমরা বাব দাদার আমল থেকে ওই জলাশয়ে মাছ শিকার করি । তবে এখন আমাদের সেই উন্মুক্ত জলাশয়ে এখন মাছ ধরতে পারছিনা। আমরা ওই বিলে মাছ ধরতে গেলে অভিযুক্তরা বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখাচ্ছে।আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু একটা সমাধান চায়।

এ বিষয়ে দূর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমিরুল ইসলাম জানান, জলাশয়টি ৬ বছেরের জন্য লিজ দেওয়া হয় কিসমত হোজা মৎসজীবী সমবায় সমিতির নামে। সেখানে যদি অন্যকেউ দখলের চেষ্টা করে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *