অনলাইন নিউজ ডেস্ক: ২০২৩ সালের দুর্গাপূজার সময়ে শেষ হয়েছিল কলকাতার সিনেমা ‘সুকন্যা’র শুটিং। ছবিতে বিরোধী নেত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠায় মমতা ব্যানার্জির যাত্রাপথ দেখানো হয়েছে। বিশেষ করে মমতার ‘কন্যাশ্রী’ প্রজেক্টের সফলতার গল্পও উঠে এসেছে।
চলচ্চিত্রটির সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে গত ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ৯ আগস্ট ঘটে যায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার মিছিল-মিটিং-পথসভা এবং জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি। সেই বিবেচনায় মুক্তি পায়নি চলচ্চিত্রটি।
অবশেষে শুক্রবার (২২ নভেম্বর) মুক্তি পেয়েছে এটি। আরজি কর-কাণ্ড নিয়ে যে নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল, তা প্রায় থিতিয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘সময়’ বুঝে এখন মুক্তি পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’।