বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে যুবদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গত ১২ নভেম্বর থেকে শুরু হয় যুব ও আত্ম কর্মসংস্থান প্রশিক্ষণ ।এই প্রশিক্ষণ রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী ৫ নং ওয়ার্ড (এ, হাকিম) আবদুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩০ জন যুব পুরুষ মহিলা প্রশিক্ষণে অংশ নেয়। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেয়ার পরে আজ ২৪ শে নভেম্বর যুবদের মাঝে সার্টিফিকেট ও ৬০০ টাকা সম্মানি দেয়া হয়।
সমাপনি অনুষ্ঠানে যুবউন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামিম বলেন, বাকেরগঞ্জ যুব উন্নায়ন সবসময় যুবদের পাশে থাকে, সবসময় তথ্য ও অর্থ দিয়ে উদ্যোক্তা দের সহোযোগিতা করে থাকে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের মাধ্যমে এটি পরিচালিত হয়।
সপ্তাহব্যাপী যুব প্রশিক্ষনে ট্রেইনার হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ বদরুল আমিন শামীম,উপজেলা প্রানীসম্পদ অফিসার মুহাম্মদ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন ইন্সপেক্টর মুহাম্মদ সাইদুল ইসলাম,মুহাম্মদ জাহিদুল ইসলাম।ফুলে জান্নাত সুরুভী,সাগর রহমান।
যুবদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মুরগী পালন ও ফার্ম নির্মান এবং মুরগির বিভিন্ন রোগ নির্ণয় ও রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয়ের উপর ট্রেইনারগন আলোচনা করেন।
সপ্তাহব্যাপী ট্রেনিং শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ বদরুল আমীন শামীম প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।