ঢাকায় গ্র্যান্ড হায়াত হোটেল আনছে এমজিআই

ঢাকায় চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক চেইন হোটেল গ্র্যান্ড হায়াত। রাজধানীর তেজগাঁও-হাতিরঝিল লিংক রোডে আন্তর্জাতিক মানের এই হোটেল চালু করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই। আজ বৃহস্পতিবার গ্র্যান্ড হায়াত হোটেলের ভিত্তিপ্রস্তর করা হয়। এমজিআই গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, গ্রুপ পরিচালক তানভীর মোস্তফা, তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা ও তাসনিম মোস্তফা। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক সামিরা রহমান, প্রকল্প পরিচালক সঞ্জয় প্রমুখ।

এমজিআই জানিয়েছে, তেজগাঁও-হাতিরঝিল লিংক রোডে নির্মাণাধীন ‘এমজিআই টাওয়ার’-এ হবে হোটেলটির অবস্থান। নির্মাণাধীন ভবনটির নির্মাণ অংশীদার হিসেবে রয়েছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন ৭ম ব্যুরো (সিএসসিইসি৭বি)। হাতিরঝিলের পাশে অবস্থিত নির্মাণাধীন এমজিআই টাওয়ারে থাকবে ৬টি ভূগর্ভস্থ ফ্লোর এবং মাটির ওপরে ৩৯টি ফ্লোর। যার উচ্চতা হবে ১৫২ দশমিক ৪ মিটার। পুরো প্রকল্প এলাকার আয়তন ১ লাখ ৪৬ হাজার বর্গমিটার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক হায়াত হোটেলস করপোরেশন ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্বের ৭৬টি দেশে তাদের ১ হাজার ৩৩৫টি হোটেল কার্যক্রম রয়েছে। হায়াত করপোরেশনেরই অন্যতম জনপ্রিয় হোটেল চেইন ব্র্যান্ড গ্র্যান্ড হায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *