রূপগঞ্জে ভূলতা  সিলেট মহাসড়ক যানজট মুক্ত   নিয়ন্ত্রণের চেষ্টা  হাইওয়ে পুলিশ

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে  ইট বালু সিমেন্ট   তৈরি করা  ব্লক  ও  বাঁশের  বেরিকেট  দিয়ে  নিয়ন্ত্রণ করছে   ভূলতা হাইওয়ে পুলিশ । বুধবার সকাল ১১ টায় উপজেলার ভুলতা -গাউছিয়া ও গোলাকান্দাইল  এই এলাকাগুলোতে   অক্লান্ত পরিশ্রমের  মাধ্যমে যানজট মুক্ত রাখার জন্য  কাজ করে যাচ্ছেন  হাইওয়ে পুলিশ ।   গোলাকান্দাইল ও গাউছিয়া এলাকার প্রায় শতাধিক অবৈধ দোকান  এগুলো যেন   না বসতে  পারে  ও  উৎপাত বসিয়ে যেন যানজট সৃষ্টি না করতে  পারে।

এছাড়া মহাসড়কে অবৈধভাবে রাখা রেন্ট-এ-কার সরিয়ে দেয়া হয়।  ভূলতা হাইওয়ে পুলিশ  ইনচার্জ মোঃজাহানূর আলী  , হাইওয়ে পুলিশ   এসআই আব্দুল মান্নান, এসআই আবুল কালাম  (নায়েক)  বিকাশ চন্দ্র,   কনস্টেবল /ইব্রাহিম মিয়া,কনস্টেবল/ফয়সাল মিয়া, কনস্টেবল অমিতাপ  রেকার ইনচার্জ  সোহেল ও সঙ্গী ফোর্স সহ ভুলতা গাউছিয়া ৪ লেন বিশিষ্ট ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে ২ লেন সড়ক দখল করতে না পারে ।  সে ব্যাপারে তারা সর্বক্ষণ  টহলের  মধ্যে থাকে  হাইওয়ে পুলিশ ,  ভূলতা হাইওয়ে পুলিশ ইনচার্জ মোঃ জাহানুর আলী  জানান, ফুটপাত ব্যবসায়ীরা যাতে মহাসড়ক দখল করতে না পারে  ও আমি চাই   যানজট  মুক্ত ভূলতা  সিলেট মহাসড়   ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com