নিজস্ব প্রতিনিধি :
অদ্য ১৩/০৫/২০২৫ ইং তারিখে মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজ অডিটরিয়ামে নার্সিং কলেজের শিক্ষকদের আহবানে নার্সিং এর সমসাময়িক বিষয় নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পোস্ট বেসিক নার্সিং ছাত্র-ছাত্রীগণ ও ডিপ্লোমা ইন মিডাইফারি ছাত্রীগণ।
এ সময় সভা চলাকালীন সময়ে বেসিক বিএসসির কতিপয় চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীরা গেটে তালা ঝুলিয়ে নার্সিং কলেজের শিক্ষকগণ, পোস্ট বেসিক নার্সিং ছাত্র ছাত্রীগণ এবং ডিপ্লোমা স্টুডেন্টদের উপর পূর্ব পরিকল্পিত সশস্ত্র হামলা চালায়। এমতাবস্থায় হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সগণ উদ্ধারে এগিয়ে আসলে তাদের উপরও বেসিক বিএসসির ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালায়।
সন্ত্রাসীদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য আতিকুর রহমান, রামিম রাজ, শাহরিয়ার হোসেন, রাহুল, আশিক, কাফি, তৌফিক, তাইবুল ইসলাম, রিফাত জামান, আল আমিন, হাবিবুর রহমান সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা করে।
এই পূর্বপরিকল্পিত হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিনিয়র স্টাফ নার্স মোঃ মিজানুর রহমান, মোঃ শেরশাহ, মোঃ রাকিব আহমেদ, মোঃ আজাদুজ্জামান, মোঃ বজলুর রহমান, আব্দুর রহমান। তাছাড়া মোঃ আতিকুল ইসলাম, মোঃ বুলবুল হোসেন এবং ডিপ্লোমা ইন্টার্ন নার্স মোঃ কিরন, মোঃ শান্ত, মোঃ নয়ন, মোঃ রিমন, মোঃ হিমেল সহ আরো অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সন্ত্রাসীরা ক্ষান্ত না হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গুরতর আহত সিনিয়র স্টাফ নার্স এবং ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের উপর পুনরায় হাসপাতালে ঢুকে হামলা চালালে প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করে।
সিনিয়র স্টাফ নার্সরা বলেন,আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। ন্যায় সম্মত ও উপযুক্ত বিচার নিশ্চিত না করলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
উল্লেখ্য ২০১৬ সাল থেকে যখন বেসিক বিএসসির সরকারি ভাবে বিভিন্ন হাসপাতালে পদায়ন পায় তখন থেকেই হাসপাতালের সেবা কার্যক্রম পুরোপুরি ভেঙ্গে পড়ে, কারণ তারা সব সময় নিজেদের প্রথম শ্রেণির কর্মকর্তা মনে করে সেই সাথে নিজেদের শিক্ষক হিসেবে মনে করেন।#এস.আর.