সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ও ফয়সল বিপ্লব গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ জুন) সকালে ডিবির একটি দল তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবির একটি বিশেষ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা গেছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অপরদিকে, সাবেক এমপি ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান ‘জুলাই আন্দোলন’ চলাকালে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সূত্রমতে, তুহিন ও বিপ্লব—উভয়ই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ডিবির নজরদারিতে ছিলেন।
এই দুই সাবেক এমপির গ্রেপ্তারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। তাদের আইনজীবীরা একে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেছেন। তবে ডিবি কর্মকর্তারা দাবি করেছেন, গ্রেপ্তারের পেছনে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তি—কাউকে রাজনৈতিক কারণে হয়রানি করা হয়নি।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তী সময়ে আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com