সখীপুরে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

আহমেদ সাজু(সখীপুর) টাঙ্গাইল:  টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে ৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়। ‎ ‎নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫),  বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

ওই মাদ্রাসার সুপার মো: নুরুল ইসলাম জানান, ভোর রাত চারটার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হয় তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদ্রাসা থেকে পালিয়ে যায় সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদ্রাসা থেকে আমাকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না।

সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তারচালা বাজার থেকে সিএনজি যোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সকল আত্মীয়দের বাড়িতে খোঁজ করেছি।এখনও ওদের কোন হদিস মেলেনি। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূইয়া জানান, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com